‘বিজেপির ডিএনএ’-তে কী আছে?
‘বিজেপির ডিএনএ’–তে কী আছে? ২৮.০৩.২০২১ কয়েক দিন আগে ‘‘বিজেপির গায়ে লেগে থাকা ‘অবাঙালি’ তকমা মুছতে মরিয়া হয়ে’’ নরেন্দ্র মোদী নির্বাচনী জনসভায় বলেছেন, ‘‘বিজেপির ডিএনএ-তে আশুতোষ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আচার, বিচার, ব্যবহার, সংস্কার আছে’’।১ আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ১৯০৬ থেকে ১৯১৪ সাল পর্যন্ত এবং আবার ১৯২১-১৯২৩ সাল পর্যন্ত। শিক্ষাব্রতী ও আইনবিদ হিসেবে তাঁর নাম […]